শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ যুক্ত হলেন নাসির উদ্দিন খান। যিনি ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সম্প্রতি তাকে চুক্তিবদ্ধ করেছে ছবিটির প্রযোজক শিরিন সুলতানা।
এর আগে শাকিব খানের একটি টিভিসি-তে কাজ করেছিলেন নাসির উদ্দিন খান। তবে এবারই প্রথম তিনি শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে এটি হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের ছবি।
আবু হায়াত মাহমুদ বলেন, আমরা অনেক বড় ক্যানভাসে প্রজেক্টটি করতে যাচ্ছি। এ কারণে প্রস্তুতি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে, যাতে প্ল্যান মতো শুটিং করতে পারি সবকিছু প্রায় গুছিয়ে এনেছি। ১৫ ডিসেম্বর থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। তার আগে শাকিব ভাইয়ের লুক সেট ও পোস্টার শুট করবো। শুটিং শুরুর দিনই আমরা লুকটি প্রকাশ করবো, যাদের দর্শক কিছুটা হলেও ধারণা পান আমরা আসলে কী করতে যাচ্ছি।
‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণ, কলকাতা জ্যোতির্ময়ী কুন্ডুসহ আরও একজনকে দেখা যাবে। তবে তিনি কে তা এখনো জানা যায়নি। এই ছবিতে থাকছেন ডানকি, অ্যানিমেল খ্যাত বলিউডের প্রথমসারী ডিওপি অমিত রায়।
শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা পরিস্কারভাবে জানান, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।
এসএন