নির্বাচিত সরকারের পক্ষে চলমান সংস্কার হজম করা কঠিন হতে পারে : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার অনেক বড় বড় সংস্কার করছে অধ্যাদেশের মাধ্যমে, যেগুলোর পুরো ইমপ্লিকেশন সবাই এখনো বুঝে উঠতে পারছে না।’ 

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কমিটি ছিল, সেসব প্রস্তাব আমরা এগিয়ে দিয়েছি। কিন্তু আমার নিজের ধারণা, আমরা হয়তো অনেক বেশি, কিছুটা উচ্চাভিলাষী সংস্কার করে ফেলেছি। যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে হজম করা বা সহ্য করা কঠিন হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, ‘পুরোটাই না হলেও অন্তত বেশিরভাগ বা এর নির্যাসটা, যেসব মৌলিক বিষয়, সেগুলো নতুন সরকার গ্রহণ করবে। কারণ নির্বাচিত সংসদই জনগণের চাহিদা সবচেয়ে ভালো বোঝে।’

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বিফ্রিংয়ে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন। একনেক সভায় ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা ব্যয়ের মোট ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

এর মধ্যে সরকারের অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি টাকা ও বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা আর সংস্থার ৩৭৯ কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন দেওয়া ১৫টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়েছে। অত্যধিক ও অপ্রয়োজনীয় ব্যয় ধরায় স্বাস্থ্যের ১৩ হাজার কোটি টাকার সবচেয়ে বড় হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিস ইমপ্রুভমেন্ট প্রকল্প একনেকে অনুমোদন পায়নি। একনেক সভা থেকে বাদ দেওয়া হয়েছে সচিবালয়ে বহুতল ভবন নির্মাণের প্রকল্পও। প্রকল্প বাদ দেওয়া বিষয়ে উপদেষ্টা বলেন, অনেক প্রকল্পে ত্রুটি থাকে, আবার অনেক সময় পত্রিকার রিপোর্টও পুরোপুরি ঠিক হয় না। আমরা সংবেদনশীল বলে আবার যাচাই করি। স্বাস্থ্যের প্রকল্পে কম্পিউটারের দাম বেশি দেখানো হয়েছে, অভিযোগে তিনি ব্যাখ্যা দেন : আপনারা শুধু কম্পিউটার দামের হিসাব দেখেছেন, কিন্তু অটোমেশন খরচ ধরেননি। সব মিলিয়ে কস্টিংটা ভিন্ন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সময় নেই, আর করলে জটিলতা বাড়বে, সচিবালয়ে মিছিল হবে। বিটিভি আলাদাভাবে সংস্কার করা যায়, কারণ তারা কখনো মূল সার্ভিস কাঠামোর মধ্যে ছিল না। কিন্তু বেতার ইনফরমেশন সার্ভিসের লোকজন, ওদের সঙ্গে কিছু করতে গেলে মহাহুলুস্থুল হবে। তাছাড়া বাংলাদেশ বেতারে ৫০০-এর মতো উদ্বৃত্ত কর্মী আছে। বিবিএস সংস্কার নিয়ে তিনি বলেন, নীতিমালা সহজ, সেটা ওয়েবসাইটে দিয়েছি। বিবিএস স্বাধীনভাবে সব প্রকাশ করতে পারবে। অধ্যাদেশ করতে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো আমরা এতগুলো অধ্যাদেশ করে যাচ্ছি যে পরবর্তী সংসদে এগুলো সব আবার পর্যালোচনা হবে। যেটা তাদের ভালো লাগবে রাখবে, যেটা লাগবে না, বাতিল করবে।

সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এটা। এখন এটা বইয়ের মতো বাজারে আছে, ডিজিটালাইজড সহজে বদলানো যাবে না। আশা করি এটি আইন হিসেবে টিকে যাবে।

বিচার বিভাগের সাম্প্রতিক সংস্কার নিয়েও তিনি বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার যেই অধ্যাদেশ হয়েছে, তা নতুন সরকার আবার দেখবে। কারণ এতে ম্যাজিস্ট্রেটরা কাকে বেইল দেবে বা অ্যারেস্ট করবে—এসব আর আইন মন্ত্রণালয়ের হাতে নেই। কিছু ক্ষেত্রে অস্বস্তি তৈরি হতে পারে।’

তফসিল ঘোষণার পর একনেক সভা হওয়া নিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন প্রকল্প হোক বা চলমান প্রকল্প—সব চলবে। আমি তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময়ই অর্থ ও পরিকল্পনার দায়িত্বে ছিলাম, ১৯৯৬ সালে। তখনো প্রশ্ন উঠেছিল নতুন প্রকল্প নেওয়া যাবে কি না। কিন্তু আমরা তখনো একনেক করেছি, উন্নয়ন প্রকল্প তো চলবেই। শুধু খেয়াল রাখতে হয় কোনো কনস্টিটিউয়েন্সি-ভিত্তিক সুবিধা দেওয়ার প্রকল্প যেন না আসে। তিনি জানান, সাধারণ সময়ে রাজনৈতিক চাপ বেশি থাকে, কে কোন এলাকায় প্রকল্প চাইছে। কিন্তু এবার তা হয়নি। তবে নির্বাচন যত কাছাকাছি আসছে, অনুরোধ বাড়ছে। তিনি স্পষ্ট বলেন, এই কনস্টিটিউয়েন্সি বেইজড প্রকল্পগুলো আমরা দেব না।

উপদেষ্টা বলেন, এখন সংবাদমাধ্যমের ফোকাসও বদলে যাবে : এখন থেকে খবর হবে রাজনৈতিক দলগুলো কি বলছে। প্রধান উপদেষ্টা কি বললেন এগুলোর আর গুরুত্ব নেই। তিনি বলেন সংবাদ পরিবেশনে প্রতিটি দল কত মিনিট পেল, তা হিসাব রাখাও জরুরি, যেন পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। বিটিভিকে স্বাধীন করার পরিকল্পনার কথাও বলেন : বিটিভিকে বিবিসির মতো করতে পারলে ভালো হয়, যেখানে বোর্ডে থাকবেন স্বনামধন্য ব্যক্তিরা, যারা নির্ধারণ করবেন কী প্রচার হবে।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সঙ্গীত মঞ্চে সেরা ১৬-তে রোমাইসা, রাতারাতি বদলে গেল জীবন Dec 01, 2025
img
টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯ টায় Dec 01, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জামায়াতের Dec 01, 2025
img
কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন ইনু Dec 01, 2025
img
হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার কারণ জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকা Dec 01, 2025
img
সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হাবিবুর রহমান Dec 01, 2025
img
‘ধুরন্ধর’ নিয়ে আইনি জটিলতা, সেন্সরকে দিল্লি হাই কোর্টের নির্দেশ Dec 01, 2025
img
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন Dec 01, 2025
বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ডে তোলপাড় ব্রিটিশ মিডিয়ায় | টাইমস ফ্ল্যাশ Dec 01, 2025
img
নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও Dec 01, 2025
img
‘দেব-শুভশ্রী আলোচনা’ নিয়ে রুক্মিণীর মন্তব্য Dec 01, 2025
img
সমুদ্রের অতল গভীরে মিশে আছে ২০ মিলিয়ন টন সোনা, যার মূল্য প্রায় ২০ লক্ষ কোটি ডলার Dec 01, 2025
img
জোড়া গোল করে ইতিহাস গড়লেন লাউতারো Dec 01, 2025
'৫ আগষ্টের পর এখনও আ. লীগ হুমকি দিচ্ছে' Dec 01, 2025
খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন মীর স্নিগ্ধ Dec 01, 2025
img
সুন্দরবনের গল্প নিয়ে পর্দায় আসছেন শ্বেতা Dec 01, 2025
img
নির্বাচিত সরকারের পক্ষে চলমান সংস্কার হজম করা কঠিন হতে পারে : পরিকল্পনা উপদেষ্টা Dec 01, 2025
img
নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার Dec 01, 2025
img
‘সংস্কারের পাহারাদার’ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি: নাহিদ Dec 01, 2025
img
বিবাহবার্ষিকীর দিনে ভক্তদের চমকে দিলেন অভিনেতা রণদীপ Dec 01, 2025