পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে সরকার পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া কমিউনিটি সেন্টারে চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ মন্তব্য করেন তাঁরা।
নেতারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলে একটি চুক্তি বাস্তবায়নে ২৮ বছর লাগার কথা নয়। চুক্তির মূল ধাপগুলো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে স্থায়ী শান্তি ফেরেনি; বরং সংঘাত-হানাহানিসহ অস্থিরতা বাড়ছে।
দ্রুত চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে তাঁরা বলেন, প্রয়োজন হলে আবারও আন্দোলনে ফেরার কথাও ভাবা হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা।
চুক্তির বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, নেতা সাথোয়াই অং মারমা, মহিলা সমিতির সভাপতি কাকলী খীসা প্রমুখ।
খাগড়াছড়ি–রাঙ্গামাটির জেএসএস নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।এ ছাড়া দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদও পৃথক আলোচনাসভার আয়োজন করে।