সোশ্যাল মিডিয়ার এই যুগে তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা নিত্যদিনের ঘটনা। বিশেষ করে অভিনেত্রী এবং নারীরা প্রায়শই শরীর কিংবা পোশাক নিয়ে কটু কথার শিকার হন। সম্প্রতি, ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিকও এমন কটাক্ষের মুখে পড়েন একটি আইটেম গানে তার নাচের পোশাকের কারণে।
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির অন্যতম নায়ক ও দর্শনার স্বামী, অভিনেতা সৌরভ দাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তার কাছে এই বিষয়গুলো কেমন লাগে।
সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘যখন আমি দর্শনাকে নিয়ে এমন কোনো কথা শুনতে পাই, তখন আমি ব্যাপারটা ভীষণ এনজয় করি। আক্ষরিক অর্থেই ভীষণ এনজয় করি। কারণ আমার মনে হয়, এখন এই ব্যাপারটা খুব সাধারণ হয়ে গিয়েছে।’
দর্শনার নতুন নাচের পোশাক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘দর্শনা যখন নাচের পোশাক পরে আমাকে দেখালো, তখন আমি বললাম তোমাকে ভীষণ ভালো লাগছে। কিন্তু তখন এটাও আমার মাথায় এসেছিল যে এই পোশাক নিয়েও মানুষ কটাক্ষ করবে।’
তার কথায়, ‘এখন যদি আপনাকে নিয়ে কেউ কথা না বলে, তখনই আপনি চমকে যাবেন এটা ভেবে যে কেউ দেখছে না নাকি। কারণ এখন এই বিষয়টি নিয়ে আমরা এতটাই অভ্যস্ত যে আলাদাভাবে কিছু মনে হয় না। সব থেকে বড় কথা হলো, এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি কটাক্ষ করে।’
নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে সৌরভ জানান, ছবির প্রচারের সময় ফেসবুকে দেখতে পান অভিনেত্রী মনামি ঘোষের একটি পোশাক নিয়েও ব্যাপক ট্রল করা হচ্ছে। নায়িকাদের ট্রল করে মেয়েরা উল্লেখ করে তিনি বলেন, ‘ছেলেদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু মেয়েরাও এমন এমন কথা বলছে, যেটা মেনে নেওয়া যায় না।’
এসএন