সুদীপা চ্যাটার্জির বিকেলটা হঠাৎ করেই দুঃস্বপ্নে বদলে গেল। নিজের ছোট ছেলে আদিদেবকে সঙ্গে নিয়ে অনলাইন ক্যাব সেবায় বাড়ি যাওয়ার পথেই তিনি এমন ঘটনার মুখোমুখি হলেন, যা ভেবে এখনো কেঁপে উঠছেন।
দোকান থেকে বেরিয়ে বন্ডেল রোড থেকে নিউটাউনের উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলেন সুদীপা। পথিমধ্যে মাত্র পাঁচ মিনিটের জন্য একটি মিষ্টির দোকানে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন। সাধারণ অনুরোধ থেকেই শুরু হলো উত্তেজনা। চালক আরও একটি বিরতি যুক্ত করতে বললেন। প্রথমে রাজি হলেও পরে মনে হলো, এতটুকু সময়ের জন্য আলাদা বিরতির প্রয়োজন নেই। আপত্তি জানাতেই আচরণ পাল্টে গেল চালকের।
অভিনেত্রী জানান, তিনি বন্ডেল রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরে যেতে বলেছিলেন। কিন্তু চালক সেই পথ না মেনে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেন। এতে আপত্তি জানাতেই শুরু হয় গালিগালাজ। পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। চালক একপর্যায়ে তাকে মারতে উদ্যত হন। আত্মরক্ষায় সুদীপাও বাধ্য হয়ে প্রতিরোধ করেন।
সবচেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ছোট্ট আদিদেব। মায়ের চোখের সামনে এমন উত্তেজনা আর বিশৃঙ্খলা দেখে সে এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। ঘটনাটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে সুদীপা বলেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা তিনি কখনো কল্পনাও করেননি।
এই ঘটনার পর কলকাতার বিনোদনজগতে নতুন করে নিরাপত্তা প্রশ্ন তুলছে অনেকে।
এসএন