চলচ্চিত্রের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী সম্প্রতি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানালেন, কমার্শিয়াল ছবির কোন সেটআপ দর্শকের কাছে সফল হবে, তা তিনি জানেন। তবে তার কথায়, শুধু চাইলেই সেই ধরনের ছবি বানানো যায় না।
চিরঞ্জিৎ বলেন, “সাহস নিয়ে মৃণাল সেনকে মুখের ওপর বলেছিলাম, আপনারা হয়ত ভাবেন চাইলেই কমার্শিয়াল ছবি বানাতে পারবেন, কিন্তু সেটা পারবেন না।” এই মন্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন যে, চলচ্চিত্র নির্মাণ শুধু ব্যবসা নয়, বরং দক্ষতা, চিন্তা এবং দর্শকের অনুভূতি বোঝার প্রয়োজন।
চিরঞ্জিতের কথায় দেখা যায়, তিনি কমার্শিয়াল এবং শিল্পচিত্রের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রাখার পক্ষে। তিনি মনে করেন, সঠিক গল্প এবং পরিকল্পনা ছাড়া দর্শক হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি তৈরি করা সম্ভব নয়। তার এই স্পষ্ট মন্তব্য চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোচনারও বিষয় হয়ে উঠেছে।
আরপি/টিকে