শোনা যায়, স্মৃতির ভাই ও তার সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন। যুগলের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায়।
এমন অবস্থায় একটি পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন স্মৃতি ও পলাশ।
এমনকি পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, এমন দাবিও করা হয়।
যদিও এই প্রসঙ্গে স্মৃতির ভাই শ্রবণ বলেন, ‘বিয়ের তারিখ নিয়ে কোনো তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই আমি জানি।’
ইউটি/এসএন