দীপাবলির সময়ে হলে আলোড়ন তোলা থাম্মা এবার পৌঁছে গেছে দর্শকের ঘরে। রশ্মিকা মানদানার ভৌতিক অথচ দারুণ মজার চরিত্র এবার অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ভাড়ায়। এই মুক্তির মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে।
ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সারপোটদার। সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়ালসহ আরও অনেকে। ভারতীয় ঢঙে সাজানো ভয় আর হাসির মিশেলে থাম্মা ইতিমধ্যেই আলাদা পরিচয় তৈরি করেছে। অনলাইনে দেখতে চাইলে দর্শকদের এখন ৩৪৯ টাকা ভাড়া দিতে হচ্ছে। তবে বিনা খরচে দেখার সুযোগ মিলবে ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে।
দীপাবলি মৌসুমে হলে ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অনলাইনে মুক্তির পর ছবির প্রসার আরও বাড়বে বলেই আশা। সাচিন–জিগারের সংগীত আর রশ্মিকার পর্দায় জমে ওঠা উপস্থিতি নিয়ে ছবিটি ইতোমধ্যে বছরের অন্যতম আলোচিত ভৌতিক কমেডিতে পরিণত হয়েছে। আর এই ছবিকেই অনেকে ভবিষ্যতে বড়সড় একটি নতুন ধারাবাহিকের সূচনা মনে করছেন।