১৪৪৭ হিজরির (২০২৫-২৬) ওমরাহ যাত্রীদের তথ্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দিতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১ ডিসেম্বর) ১৪৪৭ হিজরি সনে ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণকারী সব ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা অংশীদার/ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, ১৪৪৭ হিজরি (২০২৫-২৬) সনে পবিত্র ওমরাহ পরিচালনার জন্য অনুমোদিত ওমরাহ এজেন্সির শর্তাবলি (ঙ) হলো-ওমরাহ এজেন্সি থেকে সৌদি আরবে ওমরাহযাত্রী পাঠানোর আগে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ এর ফরম-৬ অনুযায়ী ওমরাহযাত্রীদের তথ্যাদি আবশ্যিকভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও কাউন্সেলর (হজ), হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের কাছে দাখিল করাতে হবে।
কিন্তু এ শর্তানুযায়ী এজেন্সিগুলো থেকে ওমরাহ যাত্রীদের তথ্যাদি এখনো পাঠানো হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ১৪৪৭ হিজরিতে (২০২৫-২৬) পাঠানো ওমরাহ যাত্রীদের তথ্যাদি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ছক মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও কাউন্সেলর (হজ), হজ অফিস, জেদ্দা, সৌদি আরবে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
আরপি/এসএন