শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতে পর্যাপ্ত সম্পদ ও জনবল নিশ্চিত করা গেলে মানসম্মত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। বার্ষিক দক্ষতা উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করলে দক্ষ জনবল তৈরির কাজ হয়ে যাবে।
এ সময় ভোকেশনাল ই-লার্নিং একশন প্লান বিস্তৃত করে হাজারো শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক দক্ষতা উন্নয়ন প্রতিবেদন ২০২৫ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা দেশে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানো গেলে অভিবাসন খাতকেও সমৃদ্ধ করার সুযোগ বাড়বে।
এমআর