নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় মামুনুর রশিদ নামের এক সেনা সদস্য (সার্জেন্ট) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক মহাসড়কের বাহিমালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সার্জেন্ট মামুনুর রশিদ লালপুর থেকে ইজিবাইকে চড়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।
ইজিবাইকটি বনপাড়া-লালপুর সড়কের বাহিমালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (লালপুরগামী) আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় ইজিবাইকের সামনের আসনে বসে থাকা মামুনুর রশিদ ছিটকে রাস্তার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর