চীনে গড় আয়ু ২০২৪ সালে বেড়ে ৭৯ বছরে পৌঁছেছে। মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মাতৃমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমে প্রতি এক লাখে ১৪.৩ জনে নেমেছে। শিশুমৃত্যুও কমে দাঁড়িয়েছে প্রতি এক হাজারে ৪ জনে।
স্বাস্থ্যসেবার পরিধিও আরও বিস্তৃত হয়েছে। ২০২৪ সালের শেষ পর্যন্ত চীনে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৯৩ হাজার ৫৫১টি, যা আগের বছরের চেয়ে ২২ হাজার ৭৬৬টি বেশি। স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার।
এ সময়ে চিকিৎসাসেবা নেওয়ার সংখ্যাও বেড়েছে। ২০২৪ সালে বিভিন্ন হাসপাতালে মোট ১০.১৫ বিলিয়ন বার রোগী সেবা নিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৬০০ মিলিয়ন বেশি।
এ ছাড়া চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণেও অগ্রগতি দেখা গেছে। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি রোগীর গড় খরচ ছিল ৯ হাজার ৮৭০ ইউয়ান, আগের বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম। আউটডোর রোগীর গড় খরচও সামান্য কমে দাঁড়িয়েছে ৩৬১ ইউয়ান।
সূত্র : চায়না ডেইলি