মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে থাকবে ঘন কুয়াশা

দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, উত্তরাঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহের ফলে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওইসব অঞ্চলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে আরও জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এসব এলাকায় দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কমে যাবে। সেই সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: