লন্ডনে এক নিলামে রাশিয়ার রাজকীয় পরিবারের ব্যবহৃত হীরা-খচিত একটি স্ফটিক ফ্যাবর্গ ডিম রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৩০.২ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে।
ক্রিস্টি'স নিলাম সংস্থা জানিয়েছে, 'উইন্টার এগ' নামে পরিচিত এই ডিমটিকে কিংবদন্তী গহনা প্রস্তুতকারক কার্ল ফ্যাবর্গের সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়।
মঙ্গলবার এক নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা এটি কিনেছেন।
এই ডিমটি ৪,৫০০টি হীরা দিয়ে সজ্জিত এবং ১৯১৩ সালে জার দ্বিতীয় নিকোলাস তাঁর মায়ের জন্য উপহার হিসেবে এটি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ২০০৭ সালে ফ্যাবর্গ ডিমের জন্য সর্বোচ্চ ৮.৯ মিলিয়ন পাউন্ড নিলামে পরিশোধ করা হয়েছিল।
এএফপি সংবাদ সংস্থা ক্রিস্টি'স-এর মার্গো ওগানেসিয়ানকে উদ্ধৃত করে বলেছে, আজকের এই ফলাফল ফ্যাবর্গের কোনো কাজের জন্য একটি নতুন বিশ্ব নিলামের রেকর্ড তৈরি করল, যা এই মাস্টারপিসের চিরন্তন গুরুত্বকে পুনর্নিশ্চিত করে।
৩.২ ইঞ্চি উচ্চতার এই ডিমটি তৈরি করেছিলেন কার্ল ফ্যাবর্গ, যার নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিল। সেন্ট পিটার্সবার্গের ওই গহনা প্রস্তুতকারক সংস্থায় তিনি মাত্র দুজন নারী কারিগরদের মধ্যে একজন ছিলেন। ডিমটি শিলা স্ফটিক থেকে খোদাই করা হয়েছে এবং এটি গোলাপ-কাটা হীরা ও প্ল্যাটিনামের তুষারকণা নকশা দিয়ে সাজানো।
ডিমটি খুললে ভেতরে সাদা কোয়ার্টজ ফুলের একটি ক্ষুদ্র ঝুড়ি দেখা যায়।
ফ্যাবর্গ হাউস রাশিয়ার রাজকীয় রোমানভ পরিবারের জন্য মোট ৫০টি ডিম তৈরি করেছিল। তার মধ্যে এই ইম্পেরিয়াল উইন্টার এগ মাত্র সাতটির মধ্যে একটি, যা এখনো ব্যক্তিগত সংগ্রহে রয়ে গেছে। বাকিগুলো হয় নিখোঁজ অথবা প্রতিষ্ঠান বা জাদুঘরের মালিকানাধীন।
১৮৮৫ সাল থেকে জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য না হওয়া পর্যন্ত এই ডিমগুলো তৈরি করা হয়েছিল।
তথ্যসূত্র বিবিসি
এমকে/এসএন