অভিনেত্রী অহনা দত্তের টেলিভিশন জগতে যাত্রা শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে। সম্প্রতি এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ হওয়ার পর অহনা সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন মিশকা চরিত্রের প্রতি তার আবেগময় স্মৃতি। তিনি লিখেছেন, ‘মিশকা জানিনা এই নামটার পাশে এই লাল রঙের ইমোজিটা মানায় কিনা তবে আমি মিশকাকে এই চার বছরে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বিদায় দেবো না বরং তুমি আমার সাথে রয়ে যাবে আমার প্রথম চরিত্র হয়ে।’
অহনা দত্ত জানিয়েছেন, এই চরিত্র তাঁর জীবনে প্রথম পরিচিতি ও অনেক বড় শিক্ষা দিয়েছে। ধারাবাহিকের বিভিন্ন লুক তৈরি করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বামী দীপঙ্করকে।
ধারাবাহিকের শেষ দিনের শুটিং উদযাপনে উপস্থিত থেকেও তার এই আবেগ প্রকাশ করেছেন। মিশকা চরিত্রের হাত ধরে অহনা দর্শকদের কাছে পৌঁছেছেন এবং খলচরিত্রেও নজর কেড়েছেন।
ছেলে মীরার জন্মের পর কিছুটা বিরতি নেওয়া অহনা আবার কাজে ফিরতে চলেছেন। খুব তাড়াতাড়ি তাকে নতুন কাজের মাধ্যমে পর্দায় দেখা যাবে। টেলিভিশন ধারাবাহিকের শেষ হলেও মিশকা চরিত্রের রেশ এখনও তাকে ছেড়ে যায়নি। দর্শকরা অপেক্ষায় রয়েছেন তার নতুন আবির্ভাবের।
আরপি/এসএন