আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না : প্রভা

অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরলেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’, আর এ ভুল তথ্যের কারণে দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।

স্ট্যাটাসে প্রভা বলেন, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা টোটালি ইট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আমি কেন যেন এটা নিয়ে কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি। আপনাদের সাথে এসে আমার যেই এক্সপেরিয়েন্সটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি। এবং যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা মানে ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে লাস্ট রোজার মাসে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছিল।

এই টাইপের কিছু কোম্পানি এরা যখন আমাদের সাথে যোগাযোগ করে বা আমার আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ারকাট কথাবার্তা বলে না। আমাকে বলা হয়েছিল যে গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না। আমি এমনিতেও মানে ফোন টোনে গেমস খেলি না গেম সাইট সম্পর্কে জানিনা। শুনেছি এটা আছে দ্যাটস ইট আমার একদমই এটার ব্যাপারে আইডিয়া নেই তো আমাকে বলা হয়েছিল।

প্রভা ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি-২০ দেখায় এই টাইপের অনেক সেলিব্রেটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয়। অনেক টিভিসি আমাকে মানে ওবিসি আমাকে দেখালো তো দেখানোর পরে আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছিলাম। এই সাইটটা ওরা কিসের কাজ করবে তখন বলল আপু শুধুমাত্র যে টি টুয়েন্টি সময় খেলা হয় না ওই খেলাগুলো দেখায়। বিভিন্ন টাইপের গেম দেখায়। একটাবারের জন্য ওরা আমার সাথে ক্লিয়ার ছিল না।

প্রভা ভিডিও বার্তায় বলেন, আমি যেদিন ওদের সাথে কন্ট্রাক্টটা সাইন করব। ডিএইচএসই ওদের একটা অফিসে সেখানে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে এবং আমাকে বলা হলো যে আপু একটা ছোট্ট বাইট দিয়ে দেন। বাইট ছোট্ট একটা বাইট আর ওবিসি দুইটা কিন্তু দুই জিনিস। তো আমি যেহেতু আমি এগ্রিমেন্টটা সাইন করেছি এবং একটা টোকেন মানিও আমি নিয়েছিলাম। এবং দেয়ার পরে আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে আমি এই সাইটটার সাথে আছি।

প্রভা বলেন, এই গেমিং সাইটটার সাথে আছি। তারপরে আমি তো আর জানতাম না যে এটা যে একটা বেটিং ওয়েবসাইট হচ ইজ ভেরি রং থিং এন্ড ইললিগাল। রাইট? আমি পোস্ট দেয়ার সাথে সাথে মানুষজন যখন আমাকে বলল যেটা নেগেটিভ এটা কাজ করছেন। তখন আমি ওদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করলাম। আপনারা আমাকে এই জিনিসটা কেন ক্লিয়ার করেননি, যে এটা একটা জুয়ার প্রমোশন। আমাকে বলল ম্যাডাম আপনি বোধ তাহলে বেটিং ওয়েবসাইটের মানে জানেন না। তো আমি তখন ওদেরকে বললাম বেটিং ওয়েবসাইটের মানেই জানি না ডেফিনেটলি। এই ব্যাপারে আমি খুবই অশিক্ষিত। আমি তো আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কি টাইপের গেম। এরকমও হয়েছে যে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি ভাই কোন জুয়াটুয়া না তো? কারণ ওরা আমাকে একটা নমুনা দেখিয়েছিল যেটার যেই পরবর্তীতে যেই শুটিংটা হওয়ার কথা ছিল সেই শুটিংটার জন্য যখন কস্টিউম দেখাচ্ছে। ওই সময় দুই একটা আমাকে এরকম কয়েকটা ওবিসি দেখাচ্ছে, বাইরের তো আমি যখন বলছিলাম এগুলো তো সব জুয়ার প্রমোশন।



প্রভা বলেন, ‘তখন ওরা বলছে ওইটা তো বাইরের দেশেরটা আমাদেরটা গেমের তো আমাকে কোন একটা বুং ভাজুং বোঝানোর চেষ্টা করা হয়েছিল। থ্যাঙ্ক টু ইউ গাইস থ্যাংকস টু ইউ গাইস যে আপনারা আমাকে ওখানে লিখছিলেন যে শেষমেষ এইটার প্রমোশন করছেন। তো তখন গিয়ে আমার যখন টনক নড়লো এবং সাথে সাথেই আমি ওদের সাথে যোগাযোগ করলাম। ওরা আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল। বাট অলরেডি আমি এজ মানে এজ ব্র্যান্ড হিসেবে আমি যখন অলরেডি মানে আমি বলে ফেলেছি এটা তো একটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে।’

ভিডিওতে তিনি বলেন, আমি আরটি সিকিউরিটির সাথেও যোগাযোগ করেছি। আমি এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়তে চেয়েছিলাম এবং যেই লোকটা কাজ এনেছিল সেই লোক টা ছিল একটা সিনেমাটো মানে ও ক্যামেরা ম্যান। আর কি তো ওকে আমি অনেক টেক্সট করেছি এখন পর্যন্ত স্ক্রিনশট আছে ওদের সাথে আমার কনভার্সেশনের। শেষমেষ আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে কেমন করে ফেললা। তুমি যখন জানতা যে এই জিনিসটা ইললিগাল এবং পরবর্তীতে আমি সেই কাজটা অবশ্যই করিনি নাও প্রবলেম এই ব্যাপারটা আমার কাছে অনেকে যখন জানতে চায়। তখন আমি বারবার বলি যে আমি বেটিং ওয়েবসাইটের মানে জানতাম না।’

প্রভা ওয়েবসাইট বিষয়ে বলেন, ‘আমি করতে গিয়েছিলাম এরকম একটা কাজ একটা প্রমোশন করতে গিয়েছিলাম বাট করিনি। তো তখন আমি ভেবেছি যে মানুষ অলরেডি ক্লিয়ার বাট বেশ কিছুদিন ধরে আমার কাছে এইরকম কাজের কিছু এবং সেইম ভাবে যে না না এটা একটা গেমিং। আপনি যে একটা কাজ করেছেন আমি অতদিনে আমি তো জানি। আমি তো এই কাজটা আমি শুরুতেই আমি এটাকে স্থগিত করে দিয়েছিলাম। বিকজ আমি জানতে পেরেছি যে এটাকে বলে বেটিং ওয়েবসাইট। নেভার। তো আমার মনে হয় আপনাদের কাছে আমি এই ব্যাপারটুকুতে আই এম সরি যে আমাকে আরেকটু ইনফরমেশন নেয়া উচিত ছিল। হোয়াট ইজ বেটিং ওয়েবসাইট বাট ট্রাস্ট মি ওরা যখন আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল। যখন ওদের ওয়েবসাইটের ব্যাপারে বলার চেষ্টা করছিল। যেহেতু আমাদের বিশেষ করে মেয়েদের তো আসলে গেমস টেমস এগুলো আসলে ওদের মানে সাবজেক্ট না।’ 

তিনি বলেন, ম্যাক্সিমাম পারসনের রেসপেক্ট বাট যেহেতু আমাকে বলা হচ্ছিল আমি ভেবেছিলাম, যে ওকে মেবি কোনো একটা ওয়েবসাইটের বেটিং ওয়েবসাইটটা যে একটা এটা যে একচুয়ালি জুয়ার প্রমোশন সেটা তো আমি জানতাম না। আমাকে কেমিং এবং এখন পর্যন্ত যেই কলগুলো ফোন কলগুলো আসে প্রত্যেকেই সেইম ক্যাটাগরির কিছু জিনিস শেয়ার করতে চায়। যেহেতু আমার অলরেডি একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি ওদেরকে প্রমোশনটা করে দিয়েছিলাম। আমি ওদের প্রমোশন করিনি আমি শুধুমাত্র ছোট্ট একটা বাইট দিয়েছি। আমি আসছি এবং আমি খেয়াল করেছি যে দেখবেন যে আমার লিপসিংটা মিলে না। অন্য আরেকটা কোম্পানির নাম বলে, অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে।

প্রভা বলেন, ‘যেটার সাথে খেয়াল করে দেখবেন যে ওইটার লিপসিং এর সাথে আমার কথা মিলছে না। প্লিজ খেয়াল করে দেখবেন আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করবো না। কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করবো না। ইনফ্যাক্ট আমি কোন গেমিং টেমিং এর প্রমোশন মানে আমি এত ভয় পেয়েছি। আমি এগুলো কিছুই করবো না। দিস ইস টোটালি ইললিগাল। আমার একদম ধারণা ছিল না। ওরা আমাকে সঠিক ইনফরমেশন দেয়নি। এবং আমি জানার সাথে সাথে আমি ওদেরকে আমি লিটারালি বলছি আল টক টু মাই লয়ার সো দট আপনারা আমাকে এরকম একটা জিনিস আমাকে হাইড করে আপনারা এটার প্রমোশনটা করতে চেয়েছিলেন।’

প্রভা বলেন, থ্যাংক গড আমি অডিয়েন্সের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি এবং পরবর্তীতে আমাকে কখনো কেউ এই টাইপের কোন প্রমোশনের ব্যাপারে বলবেন না। এটা গুরুতর অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ ছিল আমাকে সঠিক ইনফরমেশনটা না দিয়ে আমাকে এরকম একটা কাজে করতে করানোর চেষ্টা যেটা আমি আল্টিমেটলি করিনি। আই হোপ এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। আমার ব্যাপারে একটু ইনফরমেশনটা পাবেন। আমি কোনো জুয়ার প্রমোশন করি নাই। আমাকে করতে বলা হয়েছিল। বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও দেয়ার কথা বলা হয়েছিল এবং বিভিন্ন কিছু সেলিব্রিটিদের কথাও বলা হয়েছিল।

প্রভা আরো বলেন, ‘এক্সাম্পল হিসেবে যে উনারা করেছেন। বাট যখন আমি জানতে এটার মানে এটা তখন আমি সাথে সাথে এটা স্থগিত করেছি। নো ম্যাটার আমাকে কত টাকা পেমেন্ট ওরা করবে কত হ্যান্ডসাম অমাউন্ট আমাকে পে করবে। নো আমি এরকম ইললিগাল কিছু করবো না এন্ড আই হোপ আপনাদের কাছে একটু হলেও আমি ক্লিয়ার হতে পেরেছি। সাংবাদিকরা আপনারা তো আসলে আপনারা আমার কোন ইনফরমেশনটা আপনাদের বিভিন্ন সাইটে আপনারা প্রমোট করতে পারেন।’

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, সো প্লিজ এই যে আমি এই ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো সঠিকভাবে আমি করিনি আমি এরকম কাজটা কখনো করবো না। আমি এই টাইপের কোন জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রমোশন কখনো করিনি এবং ভবিষ্যতেও করবো না। ইনফরমেশনটা সুন্দরভাবে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চমকে দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন! Dec 03, 2025
img
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করীম Dec 03, 2025
img
আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না : প্রভা Dec 03, 2025
img
আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম Dec 03, 2025
img
নিবন্ধন পেল এনসিপি, আরপিও সংশোধনী নিয়ে রিটের নিন্দা Dec 03, 2025
img
দুর্নীতিবাজরা ইসলামপন্থিদের ক্ষমতায় বসাতে চায় না: শিবির সেক্রেটারি Dec 03, 2025
img
বন্ধুর জীবন বাঁচাতে উদারতার পরিচয় দিলেন দীপক দোবরিয়াল Dec 03, 2025
img
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তি পেলেন ভারতীয় পেসার হার্ষিত রানা Dec 03, 2025
img
যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত Dec 03, 2025
img
মেসেঞ্জারে নির্বাচনবিরোধী বার্তা পাঠানোর অভিযোগে মিয়ানমারে গ্রেপ্তার ১ Dec 03, 2025
img
এবার এনসিপির আরেক নেতাকে নিয়ে নীলার মন্তব্য Dec 03, 2025
img
ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের Dec 03, 2025
img
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Dec 03, 2025
img
দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর Dec 03, 2025
img
নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড Dec 03, 2025
img
মিশকা চরিত্রের প্রতি অহনার আবেগময় স্মৃতি! Dec 03, 2025
img
খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম Dec 03, 2025
img
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০ Dec 03, 2025
img
সেন্ট মার্টিনে কাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা সময় লাগবে : পরিবেশ উপদেষ্টা Dec 03, 2025
img
দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার মুখে সামান্থা! Dec 03, 2025