দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমরুর বিয়ে এখন ইন্ড্রাস্টির সবচেয়ে আলোচিত বিষয়।
সোমবার (৩ ডিসেম্বর) কোয়েম্বাটুরে লিঙ্গ ভৈরবীর মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে আনেন এই তারকাদম্পতি।
সামান্থার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ করেন রাজ নিদিমরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। অভিযোগ ওঠে, রাজ ও শ্যামলীর এখনো আইনি বিচ্ছেদ হয়নি। অথচ রাজ ও তার প্রাক্তন স্ত্রী ২০২২ সালে আলাদা হয়ে যান।
প্রাক্তন স্ত্রী শ্যামলী দে’র মন্তব্যে কড়া জবাব দেন রাজের দিদি। তিনি সোশ্যাল মিডিয়ায় রাজ ও সামান্থার বিয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘পুরো পরিবার তোমাদের সঙ্গে রয়েছে। তোমাদের সর্ম্পকে যে সম্মান ও মর্যাদা রয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
রাজের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সামান্থা বলেন, ‘আমি জীবনে এতটা আনন্দ এর আগে অনুভব করিনি। কিছু সম্পর্ক শান্তি নিয়ে আসে আমাদের জীবনে। যখন আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল, মনে হয়েছিল এর থেকে পবিত্র কিছু হতে পারে না।’
জানা গেছে, ৪ ডিসেম্বর পরবর্তী ছবির শ্যুটিং শুরু করবেন সামান্থা। তাই বিয়ের পর এক মুহূর্ত নষ্ট করতে চান না এই তারকাদম্পতি। বিয়ে সেরেই মধুচন্দ্রিমার জন্য গোয়ার উদ্দেশে পাড়ি দেন তারা।
এই প্রসঙ্গে সামান্থা বলেন, ‘এখন এর থেকে বেশি সময় দিতে পারছি না। পরে আমরা ভাল করে মধুচন্দ্রিমায় যাব।’
উল্লেখ্য, প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে তার বিচ্ছেদ হয়।