আর মাত্র ২ দিন বাকি রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’র মুক্তির। তার মাঝেই অগ্রিম বুকিংয়ে মাত করছে এই সিনেমা। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে!
অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি টাকা আয় করেছে। অতীতে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ছবিগুলি খুব ইতিবাচক সাড়া পেয়েছে। তবে কি ‘ধুরন্ধর’ নিয়েও একই রকম কিছু ঘটবে? তা খুব শিগগির পরিষ্কার হয়ে যাবে।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।
বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল তার একটি পোস্টে লিখেছেন যে, ‘ধুরন্ধর’র প্রথম দিনের আয় ৩৭ থেকে ৪০ কোটি হতে পারে। নবনীত মুন্দ্রা অনুমান করেছেন যে, ছবিটি প্রথম দিনে ১৬ থেকে ১৮ কোটি আয় করতে পারে। ইন্ডিয়ান বক্স অফিস-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটির প্রথম দিনের আয় ২০ কোটি পর্যন্ত যেতে পারে।
অন্য একটি পোস্টে, এটি প্রথম দিনে ১৫ থেকে ২০ কোটির মধ্যে আয় করবে বলে অনুমান করা হচ্ছে। এখন বাণিজ্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী কতটা ভালভাবে ফিট করে তা দেখার বিষয়।
এদিকে শোনা যাচ্ছে, মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর। দাম বেশি হলেও টিকিট বিক্রি হচ্ছে দ্রুত গতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’র টিকিটের দাম উঠেছিল ১৭০০ থেকে ২১০০ রুপি। ‘আদিপুরুষ’-এর আগাম বিক্রিও ছিল ভালো, যদিও বক্স অফিসে টেকেনি। ‘আরআরআর’ ও ‘পুষ্পা ২’ ঘিরেও একই উন্মাদনা ছিল।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটি। ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল সহ তাবড় তাবড় সব অভিনেতারা।
ছবিটি ২ডি এবং আইম্যাক্সে মুক্তি পাচ্ছে। ঘোষণার পর থেকেই ছবিটি শিরোনামে রয়েছে এবং তারপরে এর ট্রেলার প্রকাশের পড়ে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। তবে এটি কি সেই গুঞ্জনকে মুনাফায় রূপান্তর করতে সক্ষম হবে, আপাতত সেদিকেই তাকিয়ে বলিউড ইন্ডাস্ট্রি।-টাইমস অব ইন্ডিয়া
আরপি/এসএন