সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একই প্রজ্ঞাপনে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)মু. মাসুদ রানা (পিপিএম-সেবা) স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, থানাগুলোর সামগ্রিক কার্যক্রমে গতি আনা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এসএমপির এই রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে।
বদলির বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। নির্বাচন সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানাগুলোর কার্যক্রমে দ্রুততা ও কৌশলগত দক্ষতা বাড়াতে এই রদবদল করা হয়েছে।
এসএস/টিএ