বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঠিক সময়ে ঢাকায় অবতরণ করলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে মধ্যরাতেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের বাইরে উৎসুক জনতা ও বিএনপির নেতাকর্মীরা ভীড় করেন।
সেখানে তারা শীত উপেক্ষা করে তাদের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সবার প্রত্যাশা, লন্ডনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।
এদিকে, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জোবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
জোবাইদা রহমান দেশে আসার পর খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইএ/এসএন