যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কতা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
একাধিক ইউরোপীয় নেতাদের ফাঁস হওয়া ফোনকলের নোটের বরাতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোনকলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্র প্রধানদের সরাসরি বক্তব্য রয়েছে। এতে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এতে পাওয়া গেছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তার গ্যারান্টি দেওয়া ছাড়াই তাদের ভূখণ্ড নিয়ে বেঈমানি করতে পারে।
অপরদিকে জার্মান চ্যান্সেরল ফ্রেডরিক মার্জ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, ‘তার সতর্ক থাকতে হবে’। তিনি বলেন, “তারা আপনাদের এবং আমাদের উভয়ের সঙ্গে খেলছে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা করতে সম্প্রতি মস্কোতে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুশনার। জার্মান চ্যান্সেলর মূলত এ দুজনের মস্কো সফরকে ইঙ্গিত করেছেন।
এছাড়া অন্যান্য নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। এরমধ্যে ফিনল্যান্ডের আলেক্সান্ডার স্টাব সতর্কতা দিয়ে বলেছেন, “ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে আমাদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না।”
এমনকি ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন, “আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে।”
এদিকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল জার্মান ম্যাগাজিনটি। তবে তারা কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
গত মাসে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেয়। সেখানে একটি দফা আছে, চুক্তি হলে ইউক্রেনকে পুরো ডনবাস ছেড়ে দিতে হবে। এমনকি যেসব অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকেও ইউক্রেনীয় সেনাদের সরে যেতে হবে। ইউরোপের নেতারা বলছেন, এ চুক্তির বেশিরভাগই রাশিয়ার পক্ষে।
সূত্র: ডার স্পিগেল
ইএ/এসএন