মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্পের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথেও হবে মেক্সিকোর প্রেসিডেন্টের আলোচনা।
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতেই মূলত ওয়াশিংটন যাচ্ছেন ক্লদিয়া শেনবাউম। সেখানেই দুজনের সাথে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি।
মেক্সিকো ও কানাডার ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের কারণে সম্প্রতি বেড়েছে উত্তেজনা। তার ওপর ২০২৬ সালে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা এই তিন দেশের বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ'র নিয়মিত পর্যালোচনার দাবি উঠেছে ওয়াশিংটনের পক্ষ থেকে।
এমকে/এসএন