কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ চৈত্রা জে আচর এবার ঢুকে পড়েছেন দক্ষিণের আরেক বড় ঘূর্ণিতে। প্রভাস অভিনীত যুদ্ধভিত্তিক ছবি ‘ফাউজি’তে তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন হনু রাঘবপুরী। বিশাল বাজেট, তারকার ভিড় আর যুদ্ধঘরানার গল্প—সব মিলিয়ে এই প্রজেক্টে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাস সামলাতে পারছেন না চৈত্রা।
চৈত্রা জানালেন, ‘ফাউজি’-তে কাজ করা শুধু পর্দায় উপস্থিতি নয়, বরং বড় প্রজেক্ট কীভাবে দাঁড়ায় তা কাছ থেকে দেখা। তার ভাষায়, বড়সড় সেটের ছন্দ, কাজের সূক্ষ্মতা, প্রতিটি বিভাগের প্রস্তুতি—সবটাই তার জন্য শেখার দারুণ সুযোগ। তিনি বললেন, গল্পে তার অংশটিও বেশ গুরুত্বপূর্ণ, আর সেটাই তাকে সবচেয়ে বেশি টানছে।
প্রভাসকে নিয়ে চৈত্রার অভিজ্ঞতাও বেশ মজার। প্রথম দেখা হওয়ায় নিজের পরিচয় দিলে প্রভাস জানান, চৈত্রার কিছু কাজ আগেই দেখে ফেলেছেন তিনি, আর ভালোই লেগেছে। বিষয়টি চৈত্রাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে তিনি প্রভাসকে আরও জানিয়ে দেন, ‘মিরচি’ তিনি কমপক্ষে পঁচিশ বার দেখেছেন—কারণ তিনি দারুণ ভক্ত।
‘ফাউজি’-তে ইমানভি ইস্মাইল রয়েছেন নারী প্রধান চরিত্রে। পাশাপাশি মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা আর অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতারাও যুক্ত হয়েছেন প্রজেক্টে। সব মিলিয়ে ছবিটি ধীরে ধীরে গড়ে উঠছে এক উচ্চ-উত্তেজনার সিনেমাটিক আয়োজন হিসেবে।
চৈত্রার অন্তর্ভুক্তি সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
এসএন