৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চারটে ছবি। যার মধ্যে হিন্দি, বাংলা ছাড়াও রয়েছে মালয়ালম ছবি। বাকি একটা তেলুগু ছবি। এখনও পর্যন্ত সব থেকে বেশি চর্চায় রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’।
ছবি নিয়ে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। যদিও রণবীর অ্যাকশনের যে ঝলক দেখা গিয়েছে তাতে অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা। এই শুক্রবার কিছুটা প্রতিদ্বন্দ্বীহীন বাজারেই নামতে চলেছে টিম ‘ধুরন্ধর’। যদিও গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ধানুষ ও কৃতি সেনন অভিনীত ‘তেরে ইশ্ক মেঁ’ ছবির রিভিউ যেমন ভাল, তেমনই ঊর্ধ্বমুখী তাদের বক্স অফিস ফলাফল। এই সপ্তাহে কোন কোন ছবি দেখতে পারেন রইল তালিকা।
আদিত্য ধর পরিচালিত ছবি এক গুপ্তচরের জীবন তুলে ধরেছে। বিজেপি-ঘনিষ্ঠ এই পরিচালক মূলত একপেশে প্রচারধর্মী ছবি করেন বলেই মত অনেকের। কিন্তু এই ছবিতে প্রচার ঝলক দেখে অনেকেই উৎসাহী। অগ্রিম টিকিট বুকিংয়ের দিকে নজর রাখলে দেখা যাবে, মোটের উপর সাড়ে চার কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। কলকাতায় বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ৫০০ টাকার উপর। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও সারা অর্জুন। গত কয়েক বছরে রণবীরের কেরিয়ারে তেমন কোনও বড় হিট নেই। মাঝে শুধু মাত্র ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ভাল ফল করে বক্স অফিসে। যদিও সেটা রণবীরের একার কৃতিত্ব নয়, ভাগ রয়েছে আলিয়া ভট্ট, কর্ণ জোহরদেরও।

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পাতা থেকে রাপ্পা রায় উঠে আসছেন বড়পর্দায়। গত মাসে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেলেও ডিসেম্বরের প্রথম শুক্রবারে মাত্র একটি বাংলা ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ মুক্তি পাচ্ছে। অভিনয় করেছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, অলিভিয়া সরকার ও অর্পণ রায়। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সুজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যদিও প্রথমে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সৌম্য মুখোপাধ্যায়ের। একমাস শুটিং করে বাদ পড়েন সৌম্য। সেই জায়গায় আসেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অর্পণ রায়। সেই অর্থে অর্পণের কাছে এটা বড় পরীক্ষা।
ফিচারধর্মী ছবি হলেও এটি শুট করা হয়েছে তথ্যচিত্রের আদলে। ছবির নাম শুনেই বিষয়বস্তুর খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। ছবিতে একটি মাত্র চরিত্র। অভিনেত্রী অনুপমা পরমেশ্বরম। ছবির ট্রেলার ইতিমধ্যে ৪০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন, বড়পর্দায় কতটা দর্শক টানতে পারে সেটাই দেখার।
গত কয়েক বছর ধরেই গোটা ভারত জুড়ে মালয়ালম ছবির প্রচার বেড়েছে। সেখানকার গল্প মনে ধরেছে দর্শকের। স্বল্প বাজেটের ছবি। তবে গভীরে গিয়ে নাড়া দিয়েছে ছবির চিত্রনাট্য। শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পোঙ্গালা’।
কেএন/এসএন