টেলিভিশনের দীর্ঘ সফরের পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন কমেডি জগতের প্রিয় মুখ কপিল শর্মা। সম্প্রতি ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে এক উন্মুক্ত আলাপচারিতায় কপিল স্বীকার করলেন, দীর্ঘ সময় টিভিতে কাজের কারণে শারীরিকভাবে অলস হয়ে গিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, “টিভিতে কাজ চলে যায়, বসে সোফায় থাকে, এক ডিগ্রির পরিশ্রম লাগে না,” যা প্রমাণ করে বড় পর্দার চাহিদার সঙ্গে টিভি কাজের পার্থক্য।
কপিল শর্মা তার সিনেমা জীবন শুরু করেছিলেন পরিচালক আব্বাস-মুস্তানের হাত ধরে, এবং সেই অভিজ্ঞতার কথাও হাস্যরসের ছলে শেয়ার করেন। তিনি জানিয়েছেন, এই যাত্রা শুধু তার পেশাদার জীবনের নয়, বরং ব্যক্তিগত শৃঙ্খলা ও স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। ফিটনেসের প্রতি নতুন দৃষ্টি দিয়ে কপিল বলেন, “সিনেমা আসে না আসে, তবে ফিট থাকা দরকার।”
তার নতুন ছবি কিস কিসকো প্যার করূন ২-এ কপিল চার অভিনেত্রীর সঙ্গে রোমান্স করবেন। ছবিতে বিশেষ একটি গান ফুর্র, উপহার দিয়েছেন জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং। বড় পর্দায় কপিলের এই প্রত্যাবর্তন শুধু কমেডি নয়, বরং পুনর্গঠন এবং দৃঢ়তার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় স্থানান্তর, নতুন ফিটনেস জার্নি, এবং জনপ্রিয় র্যাপারের সঙ্গে বিশেষ গান- সব মিলিয়ে কপিল শর্মার এই সিনেমা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।
কেএন/এসএন