যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না: পুতিন

রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই ভারত সফরে এসে পাল্টা প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার প্রশ্ন, যখন ওয়াশিংটন নিজেই রাশিয়া থেকে জ্বালানি কিনছে, তখন ভারত কেন পারবে না? দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা পাওয়ার পর ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডে–কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সফরের মূল লক্ষ্য দুই দেশের বাণিজ্য বাড়ানো এবং লেনদেনে পণ্যের পরিধি আরও বিস্তৃত করা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চার বছর পর নয়াদিল্লিতে পুতিনের এ সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমান বিক্রি বাড়ানো এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতের বাইরে ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করা। এর মাঝেই রয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক কমাতে যুক্তরাষ্ট্রের চাপ।

সোভিয়েত যুগ থেকে ভারত ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর দীর্ঘদিন ধরে রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সাগরপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে উঠে এসেছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আর রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার ফলে ভারতীয় অপরিশোধিত তেল আমদানি এই মাসে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসার পথে রয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনও আমাদের কাছ থেকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি কেনে। সেটাও তো জ্বালানি। তাহলে যুক্তরাষ্ট্র যখন পারে, ভারত কেন পারবে না? বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা দরকার এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আলোচনা করতে প্রস্তুত।’

ভারতও দাবি করেছে, ভারতের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক অযৌক্তিক এবং অস্বাভাবিক। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রুশ জ্বালানি ও নানা পণ্য বিলিয়ন ডলারে আমদানি করছে।

পশ্চিমা চাপের কারণে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে— এমন প্রশ্নে পুতিন বলেন, ‘এ বছর প্রথম ৯ মাসে বাণিজ্য কিছুটা কমেছে। তবে এটি খুবই সামান্য বিষয়। মোট বাণিজ্য আগের মতোই রয়েছে। ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে।’

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে পুতিন জানান, ট্রাম্পের উপদেষ্টারা বিশ্বাস করেন এসব শুল্ক নীতিই আমেরিকার জন্য লাভজনক। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মভঙ্গের সব অভিযোগ শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরে মোদি নিজে গিয়ে পুতিনকে স্বাগত জানান। লাল গালিচায় আলিঙ্গনের পর দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদির দেয়া নৈশভোজে যান।

পুতিনের সঙ্গে ভারতে এসেছেন রাশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী ও বড় ব্যবসায়ী প্রতিনিধি দল। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে নানা চুক্তি ঘোষণা করা হতে পারে। মোদি এক্সে লিখেছেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।’

রাশিয়া ও ভারত দুই দেশের বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২১ সালের প্রায় ১৩ বিলিয়ন ডলার থেকে ২০২৪-২৫ সালে তা বেড়ে প্রায় ৬৯ বিলিয়ন ডলারে পৌঁছায়, যার বড় অংশই ভারতের জ্বালানি আমদানি। তবে ২০২৫ সালের এপ্রিল-আগস্টে দুই দেশের বাণিজ্য কমে ২৮.২৫ বিলিয়ন ডলারে নেমে আসে। মূলত অপরিশোধিত তেল আমদানি কমে যাওয়ায় বাণিজ্যের পরিমাণও কমে যায়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শুরু হলো ৫০তম বিসিএসের আবেদন, বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রকাশ Dec 05, 2025
img
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য: প্রেস সচিব Dec 05, 2025
img
দক্ষিণী সিনেমার নায়িকাদের নতুন অনুপ্রেরণা সম্যুক্তা মেনন Dec 05, 2025
img
অভিনয় জগতে ক্রমশ নতুন মাত্রা যোগ করছেন কল্যাণী প্রিয়দর্শন Dec 05, 2025
img
আরাকান আর্মির হাতে আরও ৬ বাংলাদেশি জেলে আটক Dec 05, 2025
img
ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ হারাল ইজিবাইকের ৩ যাত্রী Dec 05, 2025
img
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন খুব প্রয়োজন : সারজিস Dec 05, 2025
img
মায়ের বাসা ধানমন্ডিতে যেতে হাসপাতাল থেকে রওনা হয়েছেন জুবাইদা রহমান Dec 05, 2025
img
কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ Dec 05, 2025
img
বেগম জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া Dec 05, 2025
img
যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না: পুতিন Dec 05, 2025
img
সবার মুখে ‘চিকরি চিকরি’, জনপ্রিয়তার কারণ কী? Dec 05, 2025
img
বিশ্বকাপ নিয়ে দলনেতা মেসির সঙ্গে কথা হয়েছে ডি পলের Dec 05, 2025
img
নতুন নির্মাতাদের পাশে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা Dec 05, 2025
img
জাপানের বড় পর্দায় দাপট দেখাতে চলেছেন আল্লু অর্জুন Dec 05, 2025
img
উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা Dec 05, 2025
img
পিঠা খেতে গ্রামের বাড়িতে রওনা দিলেন পরীমণি Dec 05, 2025
img
তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : আইন উপদেষ্টা Dec 05, 2025
img
কেমন আছেন আরিফিন শুভ? Dec 05, 2025
img
শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা Dec 05, 2025