আইএমডিবি প্রকাশ করেছে ২০২৫ এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকা, আর সেই তালিকা প্রকাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অবাক করা বিষয়, শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন ‘সাইয়ারা’ খ্যাত দুই নবীন মুখ আহান পাণ্ডে ও আনীত পাড্ডা। বহু প্রতিষ্ঠিত তারকাকে পেছনে ফেলে তাদের এই উত্থান এখন শিল্পজগতের বড় আলোচ্য।
সবচেয়ে বিস্ময়ের বিষয়, এ বছর প্রথম দশের তালিকায় এক জন তেলুগু অভিনেতাও জায়গা পাননি-যা টলিউডের দীর্ঘদিনের সর্বভারতীয় আধিপত্যের প্রেক্ষিতে অত্যন্ত বিরল। দক্ষিণের চার তারকা রাশমিকা মান্দানা, কল্যাণী প্রিয়দর্শন, রুক্মিণী বাসন্ত ও রিষভ শেট্টি জায়গা পেলেও সার্বিকভাবে তালিকাটি স্পষ্ট করছে দর্শকের রুচির বড় পরিবর্তন।
সরকারি শীর্ষ দশ তালিকাটি হলো-
১. আহান পাণ্ডে
২. অনীত পাড্ডা
৩. আমির খান
৪. ইশান খট্টর
৫. লক্ষ্য
৬. রাশমিকা মান্দানা
৭. কল্যাণী প্রিয়দর্শন
৮. তৃপ্তি দিমরি
৯. রুক্মিণী বাসন্ত
১০.রিষভ শেট্টি
তরুণদের আধিপত্যে সাজানো এই তালিকা ইঙ্গিত দিচ্ছে, দুই হাজার পঁচিশ ভারতীয় বিনোদনজগতের শক্ত সমীকরণকে বদলে দিতে চলেছে। বিশ্বমঞ্চে এখন নতুন মুখের দাপটই সবচেয়ে বেশি আলো কাড়ছে।
আরপি/টিকে