ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
পদায়ন করা কর্মকর্তারা হলেন: বিমানবন্দর থানা অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রুমন ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ার।
আদেশে বলা হয়েছে, এই চার কর্মকর্তাকে তাদের পূর্বের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির গুরুত্বপূর্ণ শাখা গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হলো।
পুলিশের কার্যক্রমে গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এমআর/টিকে