পরিবেশ দূষণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সে লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়টি অভিযানও পরিচালনা করেছে সংস্থাটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসি সূত্র বলছে, গত কয়েকদিনে বেশ কিছু স্থানে পরিবেশ দূষণ রোধে অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে হাজারীবাগে পরিবেশ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। গাড়ির কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ায় ৮টি গাড়ির চালককে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আওতাধীন বাবুবাজার ও আশপাশের এলাকায় অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজিরের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরোধী এ ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২ উপধারা প্রয়োগ করে ১৪টি মামলার মাধ্যমে মোট ৩৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, জনস্বার্থে দূষণবিরোধী এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আরপি/টিকে