ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সর্বত্র কোরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কোরআনের তালিম দেওয়া শুরু করেছি।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘কুমিল্লা আল কোরআন একাডেমির উদ্যোগে’ আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম ওলামাদের ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কোরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমরা আমাদের সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই।