শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা নাটোরের উত্তরা গণভবনকে উপদেষ্টা পরিষদের সভার জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতিটা সরকারের রেওয়াজ এই উত্তরা গণভবনে মন্ত্রী পরিষদের সভা করা। বর্তমান সরকারে উপদেষ্টা পরিষদের সভার জন্যও এটিকে প্রস্তত করা হয়েছে। তবে সভার দিন এখনো ধার্য্য হয়নি।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দেশের চিনিকলে জমা থাকা চিনির বিষয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের চিনিকলে উৎপাদিত চিনি বিক্রির পর বিদেশ থেকে চিনি আমদানী হবে। টিসিবির মাধ্যমে দেশের চিনিকল গুলোর উৎপাদিত চিনি বিক্রি হচ্ছে।
লোকসানে থাকা চিনিকল গুলোর বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল গুলো চালানো সম্ভব নয়। চিনিকল গুলোকে লাভজনক করতে প্রয়োজন অর্থায়ন। সরকারি ও বেসরকারি বিনিয়োগ দিয়ে এগুলোকে লাভজনক করা হবে। এজন্য দেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
এসএস/এসএন