ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির।
বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম-ওলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ফিতা কেটে ভিস্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। এ আয়োজনকে ঘিরে ৪০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি।
বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর প্রাক্কালে গত শনিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির।
মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে নির্বাচিত এই বিধায়কের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘দলবিরোধী কর্মকাণ্ডে’র অভিযোগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কার করা হয়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় হুমায়ূন কবীরকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বহিস্কার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রশাসনের তৎপরতা নিয়ে কোনোভাবেই বিচলিত নন তিনি। জানান, আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেবেন তিনি। তার কথায়, ‘বহিষ্কারের জবাব টিএমসি (তৃণমূল কংগ্রেস) ও বিজেপিও পাবে। এই দুই দলের মধ্যে কি বোঝাপড়া হয়েছে আগামী ২২ তারিখে আমি প্রমাণ করে দেব।’
রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা হলো। এরপর শুরু হয়েছে খাওয়া-দাওয়ার আয়োজন। রাজ্যের একমাত্র উত্তর-দক্ষিণ মহাসড়ক এনএইচ-১২ লাগোয়া বিশাল এক এলাকায় চলছে এলাহি কাণ্ড।
মুর্শিদাবাদের সাতটি কেটারিং প্রতিষ্ঠানকে শাহি বিরিয়ানি রান্নার দায়িত্ব দেয়া হয়েছে। হুমায়ুন কবিরের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, অতিথিদের জন্য প্রায় ৪০ হাজার প্যাকেট এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০ হাজার প্যাকেট তৈরি করা হচ্ছে। শুধু খাবারের ব্যয়ই ৩০ লাখ রুপির বেশি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আয়োজনের বাজেট ৬০–৭০ লাখ রুপিতে পৌঁছাবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
এমকে/এসএন