ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, অনেক সরকারি প্রক্রিয়ায় এখন থেকে স্ব-নিশ্চিত দলিল যথেষ্ট হবে, যা নাগরিকদের ক্ষমতায়ন ও জট কমাতে সাহায্য করবে। এই সংস্কারগুলি ‘জন বিশ্বাস বিল’-এর অন্তর্ভুক্ত।
তিনি বলেন, বিশ্বে যখন বিশ্বাসের সংকট আসে, তখন বিশ্বাসের স্তম্ভ হিসেবে আবির্ভূত হয় ভারত। পূর্ববর্তী সরকারের নীতি ও ব্যবস্থার প্রতি তীব্র সমালোচনা করে মোদি বলেন, ‘আগের ব্যবস্থাগুলি তাদের নাগরিকদের ওপর বিশ্বাস রাখত না। আমাদের সরকার সেই পথ ভেঙে দিয়েছে। এখন নাগরিকের স্ব-নিশ্চিত দলিলই যথেষ্ট।’
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের ২৩তম আসরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের সবচেয়ে বড় দিক হলো নাগরিকদের ওপর তাদের বিশ্বাস। প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ১০ বছরের ভিশন বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি কোণে ঔপনিবেশিক মানসিকতা দূর করতে হবে।
অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ইতিমধ্যেই ৩৭ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘এমনকি মাত্র ১ হাজার টাকার চাওয়াও এখন নিশ্চয়তা ছাড়াই পাওয়া যাচ্ছে। এটি এমন শাসনযন্ত্র যা তার নাগরিকদের বিশ্বাস করে।’
মোদি আরও বলেন, ‘আমি দেশের জনগণের সমর্থন ছাড়া এটি করতে পারব না। আমাদের অন্যদের পদচিহ্ন অনুসরণ করতে হবে না, আমাদের আমাদের পথ বড় করতে হবে। সব প্রতিকূলতা সত্ত্বেও, আমাদের এগিয়ে যেতে হবে।’
সূত্র: এনডিটিভি
এমআর/টিকে