মাতৃত্বের পর কাজের গতিতে ভাটা পড়ে এমন প্রচলিত ধারণাকে আবারও চ্যালেঞ্জ করলেন টলিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি এক আলোচনায় তিনি জানালেন, মা হওয়ার পরও তিনি নিয়মিত কাজ করে গেছেন। তার মতে, সবটাই নির্ভর করে একজন নারী কীভাবে নিজের সময় ও পরিস্থিতিকে সামলাতে পারেন।
শুভশ্রী বলেন, মাতৃত্ব একটি বিশাল পরিবর্তন, তবে এর সঙ্গে তাল মিলিয়ে নিজের পেশাগত পরিচয় ধরে রাখা অসম্ভব নয়। পরিবার, কাজ এবং সন্তানের যত্ন তিন দিক সামলাতে হয়তো বাড়তি পরিশ্রম করতে হয়, কিন্তু মনোভাব ইতিবাচক থাকলে পথ খুঁজে পাওয়া যায়।
তার মন্তব্য ঘিরে টলিউড মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শুভশ্রী নিজের অভিজ্ঞতা শেয়ার করে নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণার দরজা আরও খুলে দিলেন। কাজ ও মাতৃত্ব দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলাই তার কাছে সত্যিকারের ভারসাম্যের নাম।
এসএস/টিকে