নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের অনেকটা বছর পার করে চলতি বছরের শুরুতেই ফের বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা রুথ প্রভু। গত ১ ডিসেম্বর অনেকটা চুপিসারে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন। যা নিয়ে এখনো চলছে চর্চা।
তবে, আরো একবার নতুন জীবনে পা রাখার আগে নিজেকে গোছাতে কিছুটা সময় নিবেন অভিনেত্রী! তার অনুরাগীরা আশা করেছিলেন, বিয়ের পর তাই কয়েক দিন হয়তো ছুটি নেবেন সামান্থা।
কিন্তু অভিনেত্রী সে পথে হাঁটেননি। পরের দিনই কাজে ফিরেছেন। তাঁকে সেটে দেখে চমকে গিয়েছেন বাকিরা। পরক্ষণেই খুশিতে ফেটে পড়েছেন।
নববধূকে পেয়ে তাদের আনন্দ ধরে না। শুটে ফিরে খুশি অভিনেত্রীও।
মেকআপ নিতে নিতে ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। লিখেছেন, “চলো, শুরু করা যাক/ মা ইন্তি বঙ্গারাম।”
এই ছবিতে কাজ করতে করতেই সাত পাক ঘুরলেন সামান্থা-রাজ। সে কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, “ভালোবাসা এবং আশীর্বাদ ঘিরে রয়েছে আমাদের। মা ইন্তি বাঙ্গারামের মুহূর্ত দিয়ে নতুন যাত্রা শুরু। আমাদের কাজ সবাইকে দেখানোর জন্য উন্মুখ। আপনাদের শুভেচ্ছা চাই।”
আরপি/টিকে