দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো জনপ্রিয় অভিনেতা কিলিয়ান মারফি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ ও ফার্স্ট লুক। একই সঙ্গে জানা গেছে সিনেমাটির অফিশিয়াল নামও।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স : দ্য ইমমর্টাল ম্যান’। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের ৬ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে এটি নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হলে মুক্তির কিছুদিন পর, অর্থাৎ ২০২৬ সালের ২০ মার্চ থেকে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে সিনেমাটি।
টম হার্পারের পরিচালনায় এবং স্টিভেন নাইটের চিত্রনাট্যে তৈরি এই সিনেমায় আবারও আইকনিক ‘টমি শেলবি’ চরিত্রে ফিরছেন অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা বাফটা-জয়ী এই সিরিজে তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত কিলিয়ান মারফি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘এই সিনেমাটি ভক্তদের জন্যই তৈরি করা।’ সিনেমায় মারফি ছাড়াও অভিনয়ে থাকছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, ব্যারি কিওগান, স্টিফেন গ্রাহাম এবং জে লিকারগো। এ ছাড়া সিরিজের পুরনো অভিনেতাদের মধ্যে নেড ডেনেহি, পাকি লি এবং ইয়ান পেককেও দেখা যাবে।
বলা দরকার, ২০২২ সালে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের ষষ্ঠ সিজন শেষ হয়। এরপর ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয় করে অস্কার জিতে নেন কিলিয়ান মারফি। তবে টমি শেলবি চরিত্রটি তাকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।
এবি/টিকে