বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র এক ব্যক্তিগত মুহূর্তের স্মৃতি শেয়ার করেছেন।
তিনি জানান, তার বাড়িতে সম্প্রতি বৌদির সাধের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই তাঁর বাবা প্রথমবার দেবকে দেখেছিলেন। রুক্মিণী স্মৃতিকথায় উল্লেখ করেন, “বাবা প্রথম যে প্রশ্নটি করেছিলেন, সেটি ছিল, তুমি কি কর?”।
রুক্মিণী জানান, তখন তার মা বুঝতে পেরেছিলেন যে বাবা দেবকে চিনতে পারেননি। অনুষ্ঠানের সেই মুহূর্তে পরিবারের অন্যান্য সদস্যরা এবং অতিথিরা ক্যামেরা বের করেছিলেন, যাতে দেবের ছবি তুলতে পারেন। এই স্মৃতিচারণা নেটিজেনদের মধ্যে বিনোদন জগতের ব্যক্তিগত জীবন ও পারিবারিক মুহূর্তের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।
রুক্মিণী মৈত্রের এ ধরনের খোলামেলা গল্প সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। অভিনেত্রীর সরল ও স্বাভাবিকভাবে স্মৃতি শেয়ার করার ধরন দর্শকদের কাছে খুব প্রিয় হয়েছে।
কেএন/টিকে