কানাডায় এক অনুষ্ঠানে রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা বলতে গিয়ে একটি অদ্ভুত কিন্তু সরল প্রতিক্রিয়ার সাক্ষী হন স্থানীয়রা। একটি মহিলা ক্ষোভের সঙ্গে বলেছিলেন, “আপনার নামে তো গসিপ পাই না।” এ কথা শুনে রঞ্জিত মল্লিক হেসে বললেন, তার পরিচয় মল্লিক পরিবারের ছেলে হিসেবে থাকায় তিনি সর্বদা সচেতন ছিলেন, যাতে কখনও এমন কোনো কাজ না করেন যা পরিবারের সুনাম নষ্ট করে।
২০১৮ সালের এক সাক্ষাৎকারে রঞ্জিত নিজে জানান, তার পরিবারিক পরিচয় ও দায়িত্ববোধের কারণে তিনি সবসময় সতর্ক থাকেন। শুধু নিজের ব্যক্তিগত কীর্তির জন্য নয়, বরং পরিবারের মর্যাদা রক্ষার দায়িত্বটিও তার মনে রেখেছেন। এই ছোট গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, ব্যক্তিগত জীবনের সঙ্গে পরিবারিক মর্যাদার সংযোগ কতটা গুরুত্বপূর্ণ।
রঞ্জিত মল্লিকের এই মনোভাব তার ভক্তদের মাঝে সঙ্গত ও দায়িত্বশীল পরিচয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখা যায়। সাধারণ গসিপ ও আলোচনার মধ্যেও তিনি নিজের পরিচয় ও পরিবারের সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন, যা বর্তমান বিনোদন জগতের অস্থিরতায় বিরল উদাহরণ।
আরপি/টিকে