যুবকেন্দ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী দুই দেশ। একইসঙ্গে উভয়ই দেশ আলোচনার মধ্যমে যুব উন্নয়ন, সৃজনশীল খাত এবং তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করতেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সৌজন্যে সাক্ষাতে এই ঐকমত্য পোষণ করেন।
 
এসময় উভয় পক্ষই ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুবকেন্দ্রিক সহযোগিতা জোরদারের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসাথে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান স্বীকার করে ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করারও প্রত্যয় ব্যক্ত করেন।
 
সম্প্রতি বৈঠকটি মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রণালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে হাইকমিশনারের পারসোনাল অফিসার মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
 
বৈঠকে মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ মালদ্বীপের বর্তমান যুব সমাজের চিত্র তুলে ধরে বলেন, মালদ্বীপের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশই যুবসমাজ। প্রতি বছর মাত্র ৩ হাজার থেকে ৪ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেলেও বিপুল সংখ্যক যুবকের জন্য সুযোগ সীমিত। যার জন্য তার মন্ত্রণালয়ে যুবকদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
 
এছাড়াও মন্ত্রী বলেন, মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ও পেশাজীবীদের বিশাল অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দেশটির উন্নয়নের বহু খাতে বাংলাদেশিদের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে যোগ করেন তিনি।
 
বৈঠকে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম যুবসমাজকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে বেশ কিছু ফলপ্রসূ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
 
যার মধ্যে যুব ও তরুণ শিল্পীদের নিয়ে শিল্পকলা প্রদর্শনী, যৌথ চলচ্চিত্র উৎসব ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, মিডিয়া তথ্য ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নে বিনিময় কর্মসূচি, যুব উন্নয়ন ও তথ্য আদান-প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়ন করা।
 
এছাড়াও হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অগ্রণী ভূমিকার কথাও গুরুত্বের সাথে তুলে ধরেন এবং শান্তি, গণতন্ত্র ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবকের ভূমিকা বৈশ্বিক অনুপ্রেরণা হতে পারে বলে মত প্রকাশ করেন।
 
বৈঠকের শেষপর্যায়ে উভয়ে যুব উন্নয়ন, সংস্কৃতি, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আর এই প্রস্তাবের আগ্রহ প্রকাশ করে পরবর্তী আলোচনার ভিত্তিতে স্মারক প্রণয়নে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলা মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অপরাধী নয় এমন আ. লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব: ফয়জুল করিম Jan 21, 2026
img
বায়পিকে স্ত্রী ডোনা হবেন কে? বলবেন সৌরভ নিজেই Jan 21, 2026
img
বিশ্বকাপ নিয়ে ‘মিরাকল’-এর আশায় বিসিবি সভাপতি Jan 21, 2026
img
কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন কিনবে সরকার Jan 21, 2026
img
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন চট্টগ্রাম বিএনপির ৩ নেতা Jan 21, 2026
img
ট্রেলারেই ঝড় তুলল ‘ও রোমিও' Jan 21, 2026
img
ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে ২৬৩ ও শামীমার বিরুদ্ধে ১২৮ পরোয়ানা Jan 21, 2026
img
ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা Jan 21, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু Jan 21, 2026
img
সুশান্তের জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা ৫ সিনেমা Jan 21, 2026
img
২ দিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াতে আমির Jan 21, 2026
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে রুপা, ভরি কত? Jan 21, 2026
img
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মৃত্যুর গুজব, পরিবারের তীব্র ক্ষোভ প্রকাশ Jan 21, 2026
img
সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনালে রাজশাহী Jan 21, 2026
img
আফকন ট্রফি জেতার পর লাখপতি মানেরা, পেলেন জমি Jan 21, 2026
img
ঢাকা থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার Jan 21, 2026
img
শাহরুখকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছিলেন দেব আনন্দ Jan 21, 2026
যে ৩টি সুন্নত আমাদের ভালো রাখে | ইসলামিক টিপস Jan 21, 2026
ব্রাজিল এবার হেক্সা জিতবে- মনেপ্রাণে বিশ্বাস করেন নেইমার Jan 21, 2026
আইজানের ইচ্ছায় মা-ছেলে নিউ ইয়র্ক সফর Jan 21, 2026