অভিনেত্রী হিসেবে ক্যামেরা বা দর্শকের সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাটা স্বাভাবিক। কিন্তু ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর এখন বাহ্যিক সৌন্দর্য, ওজন বৃদ্ধি কিংবা চুল ঝরে যাওয়া এসব দিকে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। তার এখন একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা।
সম্প্রতি অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় এসেছিলেন সহ-অভিনেত্রী রশ্মি দেশাই। সেখানেই উঠে আসে দীপিকার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াইয়ের কথা।
এই কথোপকথনে হিন্দি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমরন কা’ খ্যাত এই তারকা জানান, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজনও দ্রুত বাড়ছে। কিন্তু তার কাছে এখন বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে দীপিকা বলেন, ‘প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল। চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, সেই প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি।’
তার কথায়, ‘তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সেই দৃশ্য দেখে আমার কষ্টে বুক ফেটে গিয়েছিল।’ শুধু দীপিকা নন, তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন শরীরে যে রোগই হোক না কেন, অভিনেত্রীকে সুস্থ হতেই হবে। বর্তমানে এই সংকল্প নিয়েই দীপিকা কক্কর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতা ও জীবনের এই কঠিন সময়ে পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।
এমকে/টিকে