হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। টানা দুইদিন অভিযান চালিয়েছে বিজিবি।
রোববার ও সোমবার (৭ ও ৮ ডিসেম্বর) আলীনগর, বিষ্ণপুর, আজমপুর, ধর্মঘর এবং ট্রানজিট ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ২৬ কেজি, ভারতীয় মদ ৯৭ বোতল, ইস্কফ ৫০ বোতল, কসমেটিকস ৬২৩ পিস, সিগারেট ১,৪৩০ প্যাকেট, চকলেট ১,৭৮২ পিস এবং কাভেরী মেহেদী ৫৬৪ পিস জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও মালামালের মূল্য দাঁড়িয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭৬০ টাকা।
অভিযান বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর আবদুল জব্বার বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সীমান্ত দিয়ে কোনোভাবে মাদক বা চোরাচালানী পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে—এটা নিশ্চিত করতেই আমাদের প্রতিটি টহলদল নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা নজরদারিও আরও বৃদ্ধি করা হয়েছে।
এবি/টিকে