২১ মাস বয়স থেকে মডেলিং শুরু, এরপর ‘দেইভা থিরুমাগাল’ দিয়ে মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন। সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে দেখা গেছে সারা অর্জুনকে।
তবে ৪০ বছর বয়সী অভিনেতার সঙ্গে পর্দায় ২০ বছর বয়সী এই নায়িকার ‘প্রেম’ নিয়ে সোশ্যালে বেশ কটাক্ষ হয়েছে। কটাক্ষের মুখে পড়ে রণবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার নায়িকার জয়েই তিনি জয়ী।
মুক্তির পর এই জুটির ছবিটি বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে। এরপর সোশ্যালে একটি আবেগঘন পোস্ট করেছেন সারা।
বিশেষত রণবীরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
অভিনেতাকে ‘সুপারহিউম্যান’ আখ্যা দিয়ে সারা লিখেছেন, “প্রিয় রণবীর, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, তাও চেষ্টা করছি। লোকে বলে, একজন সত্যিকারের অভিনেতা অতিমানবের মতো হয়- নির্ভীক, সীমাহীন ও শক্তিশালী। তুমিও ঠিক তাই।
দুনিয়া তোমার দক্ষতা দেখছে। কিন্তু তোমার আন্তরিক ও সহানুভূতিশীল দিকটা প্রতিদিন দেখার সৌভাগ্য আমার হয়েছিল।”
মনের কথা উজাড় করে সারা আরো লিখেছেন, “অন্যদের খুশিতেও তুমি আনন্দ করতে জানো। আমার বিশেষ দিনও তুমি উদ্যাপন করেছ, যা আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আমার সঙ্গে তুমি যে আচরণ করেছ, তা আমি সব সময় মনে রাখব।
তুমি আমার সঙ্গে ছিলে এবং কিছু চাওয়ার আগেই আমার খেয়াল রেখেছিলে। কাজের বাইরেও তুমি আমার পাশে ছিলে। তোমাকে দেখে বুঝলাম, সাফল্য ও আন্তরিকতা হাতে হাত রেখে চলতে পারে।”
রণবীর আজীবন তার প্রিয় সহ-অভিনেতা হয়ে থাকবেন, এমন প্রতিজ্ঞাও করেছেন সারা।
এরপর রণবীর রসিকতা করেই লিখেন, “আরে পাগলি, এ বার কি আমাকে কাঁদাবি নাকি? এই মুহূর্তটা উপভোগ কর। এই দুনিয়া এখন তোর। তোকে কেউ থামাতে পারবে না। তোকে অনেক আশীর্বাদ করি। তুই জয়ী হয়েছিস মানে, আমিও জয়ী হয়েছি।”
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমাটি সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে সিনেমাটি।
শিশুশিল্পী হিসেবে সারার ক্যারিয়ারে রয়েছে থ্যালাইভি, ডিয়ার কমরেড, সিক্রেট সুপারস্টার-এর মতো একাধিক ছবি। সারার সফল ক্যারিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিনেত্রীর মা। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দুনিয়াতেও সারা অর্জুনের জুড়ি মেলা ভার। ২১ মাস বয়স থেকেই মডেলিং শুরু করেছিলেন তিনি।
২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমাগাল’-তে অভিনয়ের পর সারা অর্জুন রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি। এরপর মনি রত্নমের ‘পোন্নিয়িন সেলভন’-এ ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন। এছাড়াও সারা অর্জুনের ঝুলিতে রয়েছে আরো অনেক হিট ছবি।
২০১৩-এ ইমরান হাশমির মৃত বোনের চরিত্রে ‘এক থি ডায়েন’-এ অভিনয় করেছিলেন। পরের বছর সলমান খান অভিনীত ‘জয় হো’-তে স্কুল ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সারা অর্জুন। এরপর ২০১৯-এ ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-তে সোনম কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।
টিকে/