বলিউডের অভিনয়শিল্পী এশা দেওল নিজের সোশ্যাল মাধ্যমে বাবা ধর্মেন্দ্রকে নিয়ে এক গভীর আবেগঘন বার্তা শেয়ার করেছেন। কথাগুলোয় ছিল অসম্ভব মায়া, হারানোর বেদনা এবং জন্মজন্মান্তরের বন্ধনের টান। তিনি লিখেছেন, তার বাবা এখন কাছে না থাকলেও হৃদয়ের গভীরে প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করেন।
এশা জানান, বাবা মেয়ের সেই চুক্তি, সেই অটুট বন্ধন স্বর্গ বা পৃথিবী যেখানেই হোক না কেন অবিচ্ছেদ্য। জীবনের প্রতিটি পথচলায় বাবার স্মৃতি, ভালোবাসা এবং শেখানো মূল্যবোধই তাকে ধরে রাখছে। তিনি বিশ্বাস করেন, হারিয়ে গেলেও বাবা তার সঙ্গেই আছেন, তাকে পথ দেখাচ্ছেন।
এই ব্যক্তিগত লেখায় এশা শুধু এক প্রিয়জনকে হারানোর শোকই শেয়ার করেননি, বরং দেখিয়েছেন এক মেয়ের হৃদয়ের গভীরতম অনুভূতি। ভক্তরা মন্তব্যবক্সে তাকে সাহস, সান্ত্বনা ও ভালোবাসা জানাচ্ছেন।
আরপি/এসএন