সোমবার সন্ধেবেলা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। এমতাবস্থায় জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখবর প্রকাশ্যে আসতেই দক্ষিণী সিনেদুনিয়ায় প্রভাসকে নিয়ে উদ্বেগ বাড়ে। কারণ ‘বাহুবলী: দ্য এপিক’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সম্প্রতি সেদেশে পাড়ি দিয়েছেন তিনি। প্রাথমিক পর্যায়ে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে যোগাযোগ না করতে পারায় চিন্তা যে আরও বাড়ে, তা বলাই বাহুল্য। জাপানে ভূমিকম্পের আবহে প্রভাস ঠিক রয়েছেন তো? কৌতূহল বাড়তেই খবর দিলেন অভিনেতার ‘রাজা সাহেব’ পরিচালক মারুতি।

আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। সিনেমার দু’টি পর্ব একসঙ্গে মুক্তি পাওয়ার জন্য সেদেশের দর্শমকমহলও মুখিয়ে রয়েছেন এই মেগাবাজেট ভারতীয় সিনেমা উপভোগ করার জন্য। সেই প্রেক্ষিতেই স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সদ্য সশরীরে জাপানে পৌঁছেছেন প্রভাস। এমতাবস্থায় জাপানে ভূমিকম্পের খবরে দক্ষিণী তারকাকে নিয়ে ভক্তমহলে উদ্বেগ বাড়ে। তবে মঙ্গলবার প্রভাসের সঙ্গে কথা বলে পরিচালক মারুতি জানিয়েছেন, “ডার্লিংয়ের সঙ্গে কথা হল। ও সম্পূর্ণ নিরাপদে রয়েছে। আর সবথেকে বড় কথা প্রভাস এখন টোকিতে নেই।” এক্স হ্যান্ডেলেও দক্ষিণী তারকার অনুরাগীদের আশ্বস্ত করেছেন ‘রাজা সাহেব’ পরিচালক।
এদিকে রাত পোহাতেই মঙ্গলবার জানা যায়, ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান। দিও প্রথম কম্পনের পর আশঙ্কা ছিল, আগামী কয়েকদিনে বড়সড় ভূমিকম্প হতে পারে জাপানে। সেইমতো দেশবাসীকে সাবধানে থাকার নির্দেশও দিয়েছিল জাপান প্রশাসন। তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে।
এসএন