হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ এনায়েত হোসেন শপথ নিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রধান বিচারপতির খাস কামরায় এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তারা।
এর আগে, গত ১১ নভেম্বর হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে ‘স্থায়ী বিচারপতি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্যে গত ১২ নভেম্বর ২১ জন শপথগ্রহণ করেন।
তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় ওইদিন শপথগ্রহণ করতে পারেননি।
ইএ/এসএন