অভিনেতা শরীফুল ইসলামকে হঠাৎ দেখা গেল বিয়ের সাজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন, সেখানে তার সঙ্গে কনে সাজে দেখা গেছে এক তরুণীকে। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’
মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
সেই পোস্টে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, কবে বিয়ে করেছেন, এমনকি কনে সম্পর্কেও জানতে চাচ্ছেন।
এমতাবস্থায় অভিনেতা শরীফুল জানান যে, তিনি বিয়ে করেননি। তার ফেসবুকের রিচ কমে গেছে।
রিচ বাড়াতেই এমনটা করেছেন।
সহশিল্পী নুসরাত সুলতানার সঙ্গে শরীফুল ইসলাম। ছবি: শরীফুলের সৌজন্যে
তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি আসলে বিয়ে করিনি। কিন্তু বিয়ের সাজে ছবি দিয়েছি।
চেয়েছি সবাই একটু কৌতূহলী হোক। আমাকে নিয়ে আগ্রহ দেখাক, সে জন্য একটু সাসপেন্স তৈরি করছি।’
এরপর শরীফুল বলেন, ‘কদিন ধরেই ফেসবুক পেজের রিচ ডাউন। এহন তো সবাই নানান রকম কিছু করে ফেসবুকে রিচ বাড়ানোর জন্য। ফেসবুকে রিচ কমে গেছে।
তাই ছবিটি পোস্ট করেছি, এখন সবাই মন্তব্য করতাছে। আমিও সবাইকে বলছি এটা শুটিংয়ের ছবি।’
অভিনেতার পোস্ট করা সেই ছবিটি মূলত ‘সুদখোরের সুন্দরী বউ’ নাটকের। নাটকের সহশিল্পী নুসরাত সুলতানা। এটি শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
এসএন