ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার বুলিং এবং প্রতিবাদের সংস্কৃতি নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। তার মতে, হাতে গোনা কয়েকজনের প্রতিবাদে আসলে সমাজের বড় অংশের সমর্থন না থাকলে তা কার্যকর হয় না। যখন ব্যক্তিগত জীবনে কোনো চরম সংকট না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদী হতে চাই না।
বাশারের ভাষ্যমতে, ‘যারা প্রতিবাদ করছেন, সেটা দেখে আমরা প্রভাবিত হচ্ছি কিনা, তাদের সাথে আমরা সুন্দর মেলালাম কিনা, তাদের সাথে আমরা একমত হচ্ছি কিনা হয়তো যারা প্রতিবাদ করছেন। আমরা দেখে বলছি 'হ্যাঁ, উনি প্রতিবাদ করছেন', কিন্তু আমরা প্রতিবাদী হচ্ছি না।’
‘তো এই তিনজন বা চারজন প্রতিবাদ করলেই আসলে প্রতিবাদ হয় না। সেটাকে আমরা সমর্থন করছি কিনা, সেটার গুরুত্ব আমরা বুঝতে পারছি কিনা এবং তাদের সাথে আমরা দাঁড়াচ্ছি কিনা, আমরা তাদের হয়ে কথা বলছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। ’
তার কথায়, ‘আমার দাদু একটা কথা বলতো যে 'বেনি পুড়তে পুড়তে যখন আগুনটা আইসা লাগে, তারপরে আমরা কথা বলি'। এছাড়া বেনি পুড়তে থাকুক এরকম হয় আরকি আমাদের ক্ষেত্রে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের দেশে তো নিউট্রালি ওইটাকে হিসাব করা হয় না যে সে যে কথাটা বলে সেটা সত্য কিনা। তার উপর আসলে নির্যাতনটা হচ্ছে কিনা, তার উপর আঘাতটা হচ্ছে কিনা, তার উপর অন্যায়টা হচ্ছে কিনা। সো সে যেহেতু তার উপর অন্যায় হচ্ছে সেটা বলছে তো এটাকে গুরুত্ব দেয়া উচিত, সেটা না।’
আইকে/এসএন