প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল একটি সরকার নয়, বরং একটি ‘নতুন বাংলাদেশের’ জন্ম হবে, এবং এই প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ভূমিকা হবে ‘ধাত্রীর’ মতো।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সে ইউএনওদের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন ও আসন্ন গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। তাই নির্বাচন সঠিক ও সুন্দর করতে না পারলে জুলাইয়ের শহীদ ও জাতি আমাদের ক্ষমা করবে না।’
তিনি নির্বাচনের সময়কাল এবং গণভোটের স্থায়ী প্রভাবের মধ্যে পার্থক্য তুলে ধরে ইউএনওদের দায়িত্বের বিশালতা বোঝান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচন ৫ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য।’
প্রফেসর ইউনূস ইউএনওদের কর্তব্যকে একটি রূপকের মাধ্যমে তুলে ধরে বলেন, ‘ইউএনওদের হাতে নতুন বাংলাদেশের জন্মলাভ করবে, তাই নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি ইউএনওদের ভূমিকা বর্ণনা করতে গিয়ে বলেন, ইউএনওদের নতুন দেশের জন্ম সময়ে ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে।’ প্রধান উপদেষ্টা শুধু নির্বাচন পরিচালনা নয়, আসন্ন গণভোট সফল করতেও ইউএনওদের বিশেষ ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘গণভোটে বিপুল মানুষের অংশগ্রহণের জন্য ইউএনওদের কাজ করতে হবে।’
গণভোটের বিষয়বস্তু নিয়ে জনগণকে এখনই সচেতন করে তুলতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’ দিলে কী হবে, ‘না’ দিলে কী হবে তা এখন থেকেই জনগণকে বোঝাতে হবে।’
এসএস/এসএন