পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএল কর্তৃপক্ষ পূর্বঘোষিত আল্টিমেটাম ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রণয়নে ব্যর্থ হওয়ায়, আগামী ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করাসহ যাত্রী সেবা প্রদানে বিরত থাকবেন তারা। সেই সাথে প্রতিদিন সকল কর্মচারীরা ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচী করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ পার হলেও প্রতিষ্ঠানের ৯০০-র বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন করা হয়নি। চাকরি-বিধিমালা না থাকায় কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতা করে নিয়োগপ্রাপ্ত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রয়েছে দীর্ঘ দিনের অসন্তোষ এবং হতাশা। ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ-ইন্স্যুরেন্সসহ ন্যায্য বিভিন্ন আর্থিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি পদোন্নতির সুযোগ থেকে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন।
এমআর/টিএ