আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান।
বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম রয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের শিক্ষকও ছিলেন।
ফলে চকরিয়া ও পেকুয়াকে নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে এবার সালাহউদ্দিন আহমেদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই সাবেক শিক্ষক অধ্যাপক মাইমুল।
ড. মাইমুল আহসান খান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরমধ্যে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
টিজে/টিকে